সিউলে রাতে অপরাধ ঠেকাতে চালু হলো হলোগ্রাফিক পুলিশ ব্যবস্থা

৪ সপ্তাহ আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে রাতে অপরাধ ঠেকাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেয়া হয়েছে। শহরের সড়কে হলোগ্রাফিক পুলিশ ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ।

এর সাথে যুক্ত নজরদারি ক্যামেরা ২৪ ঘণ্টা আশপাশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলছেন, নতুন এই উদ্যোগে কমেছে অপরাধ। হলোগ্রাফিক পুলিশ এলাকার নিরাপত্তা বাড়িয়েছে বলে জানান সিউলের বাসিন্দারাও।

 

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রীয় এলাকায় প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দেখা যায় নতুন ধরনের পুলিশ। তবে প্রকৃত কোনো সদস্য নয়, বরং এক হলোগ্রাফিক প্রজেকশন, যা দুই মিনিট পরপর অ্যাক্রিলিক প্যানেলে প্রদর্শিত হয়। এর সাথে যুক্ত এআই-চালিত নজরদারি ক্যামেরা ২৪ ঘণ্টা আশপাশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

 

সিউলের জুংবু পুলিশ স্টেশনের কর্মকর্তা কিম সু-হিয়াং জানান, শহরজুড়ে সিসি ক্যামেরা বা ২৪ ঘণ্টা টহল পুলিশ মোতায়েন রাখা সম্ভব নয়। তাই আইনশৃঙ্ক্ষলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতির অনুভূতি দিতে হলোগ্রাফিক পুলিশ চালু করা হয়েছে। তার দাবি, এই ভার্চুয়াল উপস্থিতি এলাকাবাসীর মধ্যে শৃঙ্খলা আনতে কার্যকর হয়েছে।

 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় প্রাদেশিক সংসদ ভবনে আগুন দিলো বিক্ষোভকারীরা, নিহত ৩

 

আরেক কর্মকর্তা কিম হিউন-ডন জানান, হলোগ্রাফিক অফিসার বসানোর পর থেকেই অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে মদ্যপ অবস্থায় সহিংসতা ও উশৃঙ্খল আচরণের মতো ঘটনা প্রায় ২২ শতাংশ হ্রাস লক্ষ্য করা গেছে।

 

ওই কর্মকর্তা আরও বলেন, এলাকাটাজুড়ে পানশালা রয়েছে, তাই মদ্যপ অবস্থায় অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করে। আমি মনে করি হোলোগ্রাফিক পুলিশ অফিসার এক ধরনের চাপ বা কর্তৃত্বের অনুভূতি তৈরি করে, যা রাস্তাটিকে আরও নিরাপদ বোধ মনে করায়।

 

স্থানীয় বাসিন্দারা বলছেন, হলোগ্রাফিক পুলিশ এলাকার নিরাপত্তা বাড়িয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন