সিংড়ায় বাবার ধারালো অস্ত্রের আঘাতে মাদকাসক্ত ছেলে নিহত

৪ সপ্তাহ আগে
নাটোরের সিংড়ায় শরিফুল ইসলাম (৩০) নামে এক মাদকাসক্ত যুবক তার বাবার ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা শহিদুল ইসলাম পলাতক রয়েছেন।

শনিবার (১৬ আগস্ট ) রাতে উপজেলার ৫ নং চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার মাদকাসক্তির কারণে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। মাদক কেনার টাকা চেয়ে প্রায়শই মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন তিনি। এরই জের ধরে শনিবার বিকেল থেকে বাবার সঙ্গে ছেলের তুমুল বাকবিতণ্ডা হয়। এই বাকবিতণ্ডার জের রাত পর্যন্ত চলতে থাকে। রাতে কয়েক দফায় বাবার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা শহিদুল ইসলাম প্রচণ্ড রাগে একটি বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

আরও পড়ুন: রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

 

স্থানীয় বাসিন্দা সেলিম খান জানান, মাদকাসক্ত ছেলে শরিফুল প্রায়ই টাকার জন্য পরিবারের লোকজনের সঙ্গে ঝামেলা করতেন। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জের বন্দরে নিজের হাতে বোমা বিস্ফোরণে ডাকাত নিহত

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে বাবা শহিদুল পলাতক রয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন