সিংহাসন হারাল আর্জেন্টিনা, ১১ বছর পর ফিফার শীর্ষে স্পেন

৩ সপ্তাহ আগে
২৯ মাস পর ফিফা র‌্যাঙ্কিংয়ের সিংহাসন হারাল আর্জেন্টিনা। অন্যদিকে দীর্ঘ ১১ বছর পর শীর্ষে ফিরল স্পেন। সেরা দশে ফিরেছে ইতালি, আর একধাপ অবনতি হয়েছে ব্রাজিলের। কোনো উন্নতি হয়নি বাংলাদেশের।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

 

যেখানে একধাপ এগিয়ে শীর্ষে উঠে আসল স্পেন। চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ আর তুরস্ককে ৬-০ ব্যবধানে উড়িয়ে র‌্যাঙ্কিংয়ে ৮.২৮ পয়েন্ট উন্নতি করেছে তারা। তাদের বর্তমান পয়েন্ট ১৮৭৫.৩৭। শেষবার ২০১৪ সালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল স্পেন।

 

আরও পড়ুন: ইসরাইল খেললে ২০২৬ বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি স্পেনের

 

এদিকে ২৯ মাস পর সিংহাসন হারাল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের হারে এমন অবনতি হয়েছে তাদের। দুই ধাপ পিছিয়ে ১৮৭০.৩২ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে তারা।  ২০২৩ সালের এপ্রিল থেকে শীর্ষস্থান ধরে রেখেছিল আলবিসেলেস্তেরা।

 

এক ধাপ উন্নতি করে ১৮৭০.৯২ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ফ্রান্স। ১৮২০.৪৪ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চতুর্থ স্থান ধরে রেখেছে। একধাপ উন্নতি হয়েছে পর্তুগালের। ১৭৭৯.৫৫ পয়েন্ট নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ।

 

শীর্ষ পাঁচে জায়গা হারাল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলের হারে পিছিয়েছে তারা। ১৭৬১.৬ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান তাদের। সপ্তম ও অষ্টম স্থান ধরে রেখেছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। একধাপ এগিয়ে নয়ে উঠে আসল ক্রোয়েশিয়া। সেরা দশে জায়গা করে নিয়েছে ইতালি। এক ধাপ উন্নতি করা দলটির বর্তমান পয়েন্ট ১৭১০.০৬।

 

আরও পড়ুন: ২৫ বছর পর সাবেক ক্লাবে ফিরছেন মরিনহো!

 

এবারের হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে স্লোভাকিয়া। ১০ ধাপ উন্নতি করে বর্তমানে ৪২তম স্থানে উঠে এসেছে তারা। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো উন্নতি হয়নি, অবনতিও হয়নি। ৮৯৯.২৪ পয়েন্ট নিয়ে ১৮৪তম স্থানে অবস্থান করছে হাজমা-জামাল ভূঁইয়ারা।

]]>
সম্পূর্ণ পড়ুন