শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শারপিন মোল্লা ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের মৃত সাইজ উদ্দিন মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর চা খেয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের একাধিক আঘাতে তিনি রাস্তার পাশে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জামায়াতের মোটরসাইকেল শোডাউনে পথচারী নিহত
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্তসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

১৮ ঘন্টা আগে
২






Bengali (BD) ·
English (US) ·