রোববার (১৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে শহীদ রফিক সড়কে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টায় নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইস ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা।
স্থানীয় সূত্র ও ব্যাংক কর্মকর্তারা জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিকিউরিটি গার্ড প্রথম আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে মুহূর্তেই ব্যাংকের মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। পরে সিংগাইর উপজেলা ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন
সিংগাইর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. মহিবুর রহমান বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনার সূত্রপাত হয়েছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে।

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·