অভিযুক্ত রিপন মোল্যা ওই গ্রামের আক্তার মোল্যার ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রিপন মোল্যা সিঁধকেটে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণ করে। প্রথমে পাশের ঘরের লোকজন বিষয়টি টের পান। পরে সকালে এলাকাবাসীর মধ্যে খবর ছড়িয়ে পড়লে তারা রিপনকে ঘেরাও করে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, ‘পেটের দায়ে শ্রমিকের কাজ করতে আমি গত আট দিন ধরে অন্য এলাকায় ছিলাম। বাড়িতে আমার স্ত্রী ও দুই সন্তান ছিল। রাতে ঘুমন্ত অবস্থায় রিপন সিঁধকেটে ঢুকে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
আরও পড়ুন: ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড
অভিযুক্ত রিপন মোল্যা স্বীকার করে বলেন, ‘আমি যৌন উত্তেজক ওষুধ খেয়ে চুরির উদ্দেশ্যে ওই ঘরে ঢুকেছিলাম। পরে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারিনি।’ স্থানীয়রা জানিয়েছেন, রিপন নিয়মিত ইয়াবাসহ মাদক সেবন করত এবং এলাকায় নানা অপকর্মে জড়িত।
সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, ‘সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।’
]]>