সায়েদাবাদ রেলগেটে ট্রেনের ধাক্কায় গেল বৃদ্ধের প্রাণ

৫ দিন আগে
রাজধানীর সায়েদাবাদ রেলগেটে ট্রেনের ধাক্কায় আব্দুল গনি (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজন ও পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা রাত পৌনে ৯টায় মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালে পথচারী মো. মিরাজ হোসেন জানান, রাতে ওই ব্যক্তি সায়েদাবাদ রেলগেট দিয়ে পার হচ্ছিলেন। এ সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালে নিহত আব্দুল গনির ছেলে মো. আশরাফুল ইসলাম বাপ্পী জানান, গেন্ডারিয়া করাতিটোলা এলাকায় তাদের স্থানীয় বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।

 

আরও পড়ুন: ধারণ করছিলেন টিকটক ভিডিও, ট্রেনের ধাক্কায় যুবকের প্রাণ গেল

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন