সাড়ে ৩ মাসের মধ্যে মোস্তাফিজকে দুবার কেনার ঘোষণা দুবাই ক্যাপিটালসের

১ দিন আগে
লুক উড খেলবেন না, তাই গত ১২ আগস্ট মোস্তাফিজুর রহমানকে কেনার ঘোষণা দেয় আইএলটি২০’র দল দুবাই ক্যাপিটালস। দুবাই মোস্তাফিজকে নিয়ে আরেকটি ঘোষণা দেয় গত ২৮ সেপ্টেম্বর। সেদিন তারা জানায় কাটার মাস্টারের জায়গায় সংযুক্ত আরব আমিরাতের হায়দার আলীকে নেয়ার কথা।

সাড়ে ৩ মাসের মধ্যে, আরও নির্দিষ্ট করে বললে ১০০ দিনের মধ্যে ফিজের সঙ্গে ফের চুক্তি করলো দুবাই। ফেসবুকে এক পোস্টে তাকে বদলি হিসেবে নেয়ার কথা জানায় তারা। তবে কার জায়গায় নেয়া হয়েছে, সেটা জানানো হয়নি।


শুধু মোস্তাফিজই নন, আইএলটি২০’র চতুর্থ আসরে খেলবেন আরও দুই বাংলাদেশি। গত ১ অক্টোবর হওয়া নিলাম থেকে সাকিব আল হাসানকে তার ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে দলে ভেড়ায় এমআই এমিরেটস। তাসকিন আহমেদকে দলে টানতে শারজাহ ওয়ারিয়র্সের খরচ হয় ৮০ হাজার মার্কিন ডলার। অবশ্য শুরুতে তাদের প্রতি কেউই আগ্রহ দেখায়নি। শেষদিকে দুজনই দল পান।


আরও পড়ুন: অল্পের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত সৌম্য, বড় সংগ্রহের পথে খুলনা


আইএলটি-২০’র চতুর্থ আসর এবার একটু আগেই মাঠে গড়াতে যাচ্ছে। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টটির আগামী আসর অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। আর পর্দা নামবে ২০২৬ সালের ৪ জানুয়ারি।


ফিজকে টুর্নামেন্টের প্রথম দিনই খেলতে দেখা যেতে পারে। উদ্বোধনী ম্যাচে তার দল মুখোমুখি হবে ডেসার্ট ভাইপার্সের। পরের দিন তাসকিনের শারজাহর প্রথম ম্যাচ আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে। ৪ ডিসেম্বর সাকিব আল হাসানের এমআইর প্রতিপক্ষ গালফ জায়ান্টস।

]]>
সম্পূর্ণ পড়ুন