সাড়ে পাঁচ ঘণ্টার মহাকাব্যিক লড়াইয়ে ফ্রেঞ্চ ওপেনের রাজা আলকারাজ

৩ সপ্তাহ আগে
রোলাঁ গারো লাল দুর্গে ইয়ানিক সিনার তখন জয়ের সুবাস পাচ্ছেন। আর মাত্র একটি পয়েন্টের অপেক্ষা। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের চতুর্থ সেটে কার্লোস আলকারাজের বিপক্ষে ৫-৩ গেমে এগিয়ে সিনার। চলমান গেমেও ৪০-০ পয়েন্টে গিয়ে ছেলেদের নম্বর ওয়ান তারকা। ২-১ সেটে এগিয়ে থাকা ইতালিয়ান তারকার জয় অবশ্যম্ভাবীই মনে হচ্ছিল। কিন্তু কার্লোস আলকারাজকে রাফায়েল নাদালের উত্তরসূরি ভাবা হয় তার প্রমাণও রাখা লাগবে। আর সেটাই করলেন তিনি। লাল দূর্গে মহাকাব্যিক এক লড়াইয়ে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখলেন স্প্যানিশ তারকা আলকারাজ।

৫ ঘণ্টা ২৯ মিনিট দীর্ঘ ফাইনালে শেষ হাসি হেসেছেন কার্লোস আলকারাজ। টেনিসের ভবিষ্যৎ হিসেবে পরিচিতি পাওয়া আলকারাজ প্রথম দুই সেটে হেরেও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে নিয়েছেন। উন্মুক্ত যুগে এমন কীর্তি দেখা ফেল মাত্রই নবমবারের মতো।


প্রথম দুই সেটে আলকারাজ ৪-৬, ৬-৭ (৪/৭) গেমে পিছিয়ে পড়ার পর তৃতীয় সেটে ৬-৪ গেমে জেতেন। কিন্তু পরের সেটে এক পর্যায়ে ৫-৩ গেমে পিছিয়ে পড়েন সিনারের কাছে। আরেক গেমেও ৪০-০ পয়েন্টে এগিয়ে ছিলেন সিনার। কিন্তু সেখান থেকেই তিনটি ম্যাচ পোয়েট বাঁচিয়ে জিতে নেন গেমটি। এরপর ৬-৬ গেমের সমতায় এনে টাইব্রেকারে সেটটি জিতে নেন। ফলে খেলা গড়ায় পঞ্চম সেটে। চতুর্থ ও পঞ্চম সেটে টাইব্রেকারে ৭-৬ (৭/৩) ও ৭-৬ (১০/২) গেমে জিতে শেষ হাসি হেসেছেন আলকারাজ।

 

আরও পড়ুন: নম্বর ওয়ানকে সাবালেঙ্কাকে কাঁদিয়ে ফ্রেঞ্চ ওপেনের ‘নতুন রানি’ গফ


এটি ২২ বছর বয়সী আলকারাজের ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম। রোলাঁ গারোর ইতিহাসে এটিই সময়ের হিসেবে দীর্ঘতম ফাইনাল।


ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের মহারণ যে জমজমাট হতে যাচ্ছে তার পূর্বাভাস আগেই পাওয়া যাচ্ছিল। বিশ্বের এক নম্বর ও দুই নম্বর তারকা দুজনই যে তুখোড় ফর্মে আছেন। জমজামট লড়াইয়ের প্রত্যাশা ভালোভাবেই মিটিয়েছেন। ফ্রেঞ্চ ওপেনের এবারের ফাইনালকে টেনিসের মহাকাব্যিক লড়াইগুলোর মধ্যে চোখ বুঁজে জায়গা দেয়া যাবে।

 

আরও পড়ুন: ইসরাইলিকে হারিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান আইরিশ মার্শাল আর্ট খেলোয়াড়ের


আলকারাজের আগে সবশেষ পুরুষ খেলোয়াড় হিসেবে ২০১৯ উইম্বলডনের ফাইনালে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন জকোভিচ। এর আগে কখনোই দুই সেট হারার পর ম্যাচ জিততে পারেননি আলকারাজ। এবার সেই কীর্তি গড়েই রোলাঁ গারোর রাজা হলেন তিনি।


আলকারাজ ও সিনার মিলে সবশেষ আটটি গ্র্যান্ড স্লামের সাতটিই ভাগাভাগি করেছেন। রজার ফেদেরারের পর প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি গ্র্যান্ড স্লাম ফাইনালেই জয় পেলেন আলকারাজ। 

]]>
সম্পূর্ণ পড়ুন