জিম্বাবুয়ের ক্রিকেটের এক বড় নাম ব্রেন্ডন টেইলর। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। সব মিলিয়ে ২৮৪ আন্তর্জাতিক ম্যাচে দেশকে প্রতিনিধিত্ব করেন তিনি। রান করেন প্রায় ১০ হাজার। সতীর্থদের থেকে ‘গার্ড অব অনার’ পেয়ে প্রাপ্তি-অপ্রাপ্তির ক্যারিয়ারের ইতি টানেন ২০২১ সালের সেপ্টেম্বরে।
এর কয়েক মাস পর আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করার কথা স্বীকার করেন। তাকে কোকেন খাইয়ে ও ১৫ হাজার ডলার দিয়ে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি না হলে ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
আর সে অপরাধে তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। তার সে শাস্তি শেষ হয়েছে গত ২৫ জুলাই। শাস্তি চলাকালীন সময়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ৩৯ পেরোনো টেইলর। শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর সুযোগও এসে গেছে তার সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে ডাক পেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে বুলাওয়েতে আগামী ৭ আগস্ট জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন হবে তার।
আরও পড়ুন: ইনজুরিতে ছিটকে গেছেন স্টোকস, শেষ টেস্টে ইংল্যান্ডের একাদশে বড় চমক
টেইলরের ফেরা নিয়ে রোমাঞ্চিত জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। তিনি বলেন, ‘দ্বিতীয় টেস্টের জন্য সে (টেইলর) অবশ্যই অ্যাভেইলএবল আছে। কিন্তু আমি জানি নিজের চেষ্টায় সে কতটা কঠোর পরিশ্রম করেছে। বিশেষ করে সবশেষ ৮, ১০ কিংবা ১২ মাসে- তারপরই এটা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তাকে ফিরে পেতে আমি রোমাঞ্চিত হয়ে আছি এবং অপেক্ষায় আছি সে দলের জন্য কতটা অবদান রাখতে পারে।’
]]>