সাহিবজাদার ঝড়ো ইনিংসে উড়ে গেল শ্রীলঙ্কা

২০ ঘন্টা আগে
ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সালমান আলী আগার দল।

শনিবার (২২ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে সফরকারী শ্রীলঙ্কাকে ৭ উইকেট ও ২৭ বল হাতে রেখে হারিয়েছে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে।


জবাবে সাহিবজাদা ফারহানের দুর্দান্ত ইনিংসে ভর করে ১৫.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।


আগে ব্যাট করা শ্রীলঙ্কার পক্ষে পাঁচে নামা জানিথ লিয়ানাগে ৩৮ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন। বাকিদের মধ্যে কুশাল পেরেরা ১৯ বলে ২৫, কামিল মিশরা ১২ বলে ২২, পাতুম নিশঙ্কা ২৩ বলে ১৭ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ১২ বলে  ১১ রান করেন।

 

আরও পড়ুন: ১০ হাজার রানের মাইলফলকে মার্শাল আইয়ুব, সাকিবের পাশে শুভাগত


পাকিস্তানের পক্ষে সেরা বোলার মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া সালমান মির্জা, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ ১টি করে উইকেট শিকার করেন।


জবাব দিতে নামা পাকিস্তান সাহিবজাদা ফারহান  সাইম আইইয়ুবের ব্যাটে ঝড়ো সূচনা পায়। ওপেনিং জুটি ৫ ওভারে ৪৭ রান তোলে।


আইয়ুব ১৮ বলে ২০ রান করে শানাকার বলে আউট হয়ে যান। ওয়ান ডাউনে নেমে বাবর আজম ১৬ রান করেছেন ২২ বলে। চামারার বলে বোল্ড হন বাবর। দলের রান তখন ১১৬। সাহেবজাদা ততক্ষণে ঝড় তুলেছেন। বাবর আজমের পরের বলে অধিনায়ক সালমান আগাও আউট হয়ে যান। গোল্ডেন ডাক মেরেছেন পাকিস্তানের অধিনায়ক।


উসমান খানকে নিয়ে বাকি পথটা নির্বিঘ্নে পার করেছে। উসমান ৭ বলে ৫ রান করেন। সাহিবজাদা মাত্র ৪৫ বলে ৮০ রন করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৬টি চারের পাশাপাশি ৫টি ছক্কাও আছে।


চামারা ২টি এবং শানাকা ১টি উইকেট শিকার করেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন