সালিশে চড়-থাপ্পড় মারায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা

২ সপ্তাহ আগে
জয়পুরহাটে একটি বিচার সালিশে চড় থাপ্পড় মারার জেরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন স্বজনরা। 


রেজাউল করিম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকসাধীন অবস্থান মারা গেছেন তিনি। 


বুধবার (২৫ জুন) সকালে উপজেলার করিয়া বাজার এলাকা থেকে মোটরসাইকেলে স্ত্রীকে বাড়িতে নামিয়ে দেন রেজাউল করিম। এ সময় একটি ফোন পেয়ে পল্লীবিদ্যুৎ এলাকায় গেলে মোটরসাইকেলে বসে থাকা অবস্থাতেই কাঠের বাটাম দিয়ে মাথার পেছনে আঘাত করেন আরিফ হোসেন নামে এক যুবক। তাৎক্ষণিক তিনি মাটিতে লুটিয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, শেষে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। আর বৃহস্পতিবার সেখানেই তিনি মারা যান। স্বজনদের দাবি-গেল কয়েকদিন আগে একটি বিচার সালিশে আরিফকে চড় থাপ্পড় মারার ঘটনার জেরেই এ হত্যাকাণ্ড।

আরও পড়ুন: বাড়ির মালিকানা দ্বন্দ্বে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

জয়পুরহাট জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল জানান, অন্যদিকে আইন-শৃঙ্খলার চরম অবণতি হওয়ায় সীমান্তবর্তী জয়পুরহাট জেলায় দিন দিন এমন হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। তিনি উদাহরণ টেনে বলেন- চলতি বছরের ৬ জুন বিকেলে জয়পুরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. আনিছুর রহমান আনিছকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে সন্ত্রাসীরা। এছাড়াও ২৮ মে জয়পুরহাট শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব আহম্মেদ পিয়াল সন্ত্রাসীদের আক্রমণে নিহত হন। ১৪ এপ্রিল রাতে আমাকে গুলি করে হত্যাচেষ্টা করে সন্ত্রাসীরা। ২০২১ সালের ৮ ডিসেম্বর পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।


পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্ত নিহত পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। তবে হত্যাকারীদের সনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই গ্রেফতার করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন