ম্যাচটি সহজ দেখালেও মিশরের জন্য তেমন সহজ জয় ছিল না এটি। নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয়। তবে অতিরিক্ত সময়ে দুই গোল দেয় মিশর।
ম্যাচের ৬৯তম মিনিটে মারওয়ান আতিয়া মিশরকে লিড এনে দেন। তবে ৮৩ মিনিটে জোডেল ডসো বেনিনকে সমতায় ফেরান। ৯০ মিনিট পর্যন্ত ম্যাচ সমতায় থাকলে তা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৭তম মিনিটে প্রথমে ইব্রাহিম আর ১২৪তম মিনিটে গোল করেন সালাহ।
আরও পড়ুন: আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে ভেড়াল ওয়েস্ট হ্যাম
এই গোলটি করে টুর্নামেন্টের ইতিহাসের পাতায় নাম লেখেন সালাহ। মিশরের তৃতীয় খেলোয়াড় হিসেবে আফকনে দুই অঙ্কের ঘরে তার গোল পৌঁছাল। আফ্রিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় তার গোল এখন ১০। এই তালিকায় তার উপরে আছেন হাসান এল শাজলি (১২) ও হোসাম হাসান (১১)।
এদিকে শেষ আটে মিশরের প্রতিপক্ষ হবে বুরকিনা ফাসো ও আইভরি কোস্টের মধ্যে জয়ী দল। রাতের আরেক ম্যাচে মোজাম্বিককে ৪-০ গোলে উড়িয়ে শেষ আটে উঠেছে নাইজেরিয়া।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·