সালাহ-কার্টিসদের কাছে যে কারণে এই শিরোপা বিশেষ

১ সপ্তাহে আগে
একটা সময় ইংলিশ ফুটবলে রাজ করেছে লিভারপুল। ৬০ থেকে ৮০-এর দশকে রীতিমতো একচ্ছত্র আধিপত্য ছিলো এই ক্লাবটির। সে সময় ইংলিশ প্রিমিয়ার লিগ নাম ছিলো না, নাম ছিলো প্রথম বিভাগ। ১৯৯২ সালে নাম হয় প্রিমিয়ার লিগ। আর তখন থেকেই শুরু হয় লিভারপুলের অধপতন।

এই লিগের নাম যখন প্রথম বিভাগ ছিল, সে সময় ১৮টি শিরোপা জেতে লিভারপুল। এরপর শিরোপা জিততেই যেন ভুলে যায় ক্লাবটি। ২০১৯-২০ মৌসুমে ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের স্বাদ পায় লিভারপুল। তখন করোনা মহামারির জন্য উৎসব করতে পারেনি তারা। 

 

আর্নে স্লটের অধীনে প্রথম শিরোপা ঘরে তুললো লিভারপুল। এখনও চার ম্যাচ বাকি, আর তার আগেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে দলটি। এটি লিভারপুলের ২০তম লিগ শিরোপা। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে লিভারপুলও এখন ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব। 

 

আরও পড়ুন: আগুয়েরোকে টপকে সালাহ এখন ইংল্যান্ডে বিদেশিদের মধ্যে সেরা

 

লিভারপুলের ফরোয়ার্ড গাকপো বলেছেন, ‘অসাধারণ। আমরা এই বছর সত্যিই কঠোর পরিশ্রম করেছি। বিশেষ কিছু মুহূর্ত ছিল, চ্যাম্পিয়নস লিগে হতাশার কিছু মুহূর্তও ছিল। শেষ পর্যন্ত এটা (লিগ শিরোপা) পাওয়াটা অসাধারণ। আশা করি, আগামী কয়েক বছরে আমরা আরও উন্নতি করতে পারব।’ 

 

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেছেন, ‘বিশ্বকাপ জিতেছিলাম, এখন প্রিমিয়ার লিগ জিতলাম। আমার জন্য এটা সত্যিই বিশেষ কিছু। আমার সতীর্থদের ছাড়া এটি সম্ভব হতো না। তারা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দলটা সত্যিই ভালো।’ 

 

লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ’র বিশ্বাস, এই প্রিমিয়ার লিগ শিরোপাটি আরও বিশেষ। কারণ তার পূর্ববর্তী সতীর্থরা ক্লাব ছেড়ে চলে যাওয়ায় এটি আরও কঠিন কাজ হয়ে উঠেছে! যে কারণে তার কাছে এই শিরোপাটি বিশেষ মনে হচ্ছে। 

 

আরও পড়ুন: টটেনহ্যামকে গোলবন্যায় ভাসিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো লিভারপুল

 

সালাহ বলেন, ‘অবিশ্বাস্য, এখানে সমর্থকদের সামনে প্রিমিয়ার লিগ জেতা, অবিশ্বাস্য। এটা সত্যিই বিশেষ কিছু। পাঁচ বছর আগে জেতা শিরোপার চেয়েও এটা বেশি আনন্দময়। সমর্থকদের সামনে পেয়ে এটা আরও বেশি বিশেষ মনে হচ্ছে।’ 

 

গোলকিপার অ্যালিসন বেকারও তার প্রতিক্রিয়া জানিয়েছেন। ‘কী যে ভালো লাগছে, ভাষায় প্রকাশ করা কঠিন। সত্যি বলতে, আমি খুব আবেগপ্রবণ ছিলাম। মনে মধ্যে নানা কিছু চলছিল। আমরা কত ত্যাগ স্বীকার করেছি, কত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কোচ পরিবর্তন, চোট, কত কিছু। কিন্তু আজ যেভাবে আমরা জিতেছি, সমর্থকদের সামনে, এটা কল্পনাতীত।’

]]>
সম্পূর্ণ পড়ুন