সালমার ঈদের গান 'বরবাদ'

১ সপ্তাহে আগে
প্রকাশ পেয়েছে ঈদের নতুন ফোক গান ‘বরবাদ’। গানটি দর্শকদের ঈদের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দেবে- এমনটাই আশা সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার।

‘বরবাদ’ গানের কথা লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। নতুন এ গানে সালমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী জুয়েল।

 

নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ঈদ উৎসবে ‘বরবাদ’ গানটি আনন্দ বাড়িয়ে দ্বিগুণ করবে। শ্রোতাদের জন্য উৎসবমুখর একটি গান প্রকাশ করতে পেরে বেশ ভালো লাগছে। আশা করছি, গানটি শ্রোতামহলে জনপ্রিয়তা পাবে।

 

আরও পড়ুন: ‘আত্মগোপনে’ থাকা মমতাজের নতুন ভিডিও ভাইরাল, কোথায় আছেন গায়িকা?

 

গীতিকার আশিক বন্ধু বলেন, বরবাদ গানটি একদম বাণিজ্যিক ফোক গান। এতে বেশ রিদমিক তাল রয়েছে। বিভিন্ন পার্টিতে-অনুষ্ঠানে গানটি শুনে সবাই মজা করতে এবং নাচতে পারবেন।

 

আরও পড়ুন: মধ্যরাতে স্ট্রোক করলেন এঞ্জেল নূর!

 

প্রতি বছরই নতুন গানের চমক নিয়ে হাজির হন জনপ্রিয় সালমা। আসছে ঈদ উপলক্ষে এক ডজন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তারই একটি গান ‘বরবাদ’।

 

]]>
সম্পূর্ণ পড়ুন