সালমান শাহর একমাত্র অসমাপ্ত সিনেমা ‘প্রেমের বাজি’, দেখুন কিছু দুর্লভ ছবি

১ সপ্তাহে আগে
‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর মৃত্যুর পর তার অসমাপ্ত সিনেমা অন্য নায়কদের দিয়ে শেষ করিয়ে নেন পরিচালকরা। কিন্তু পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু তার সিনেমার কাজ শেষ করেননি। তার পরিচালিত ‘প্রেমের বাজি’ নামের সিনেমাটিই সালমান শাহর একমাত্র অসমাপ্ত সিনেমা।

মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘প্রেমের বাজি’ সিনেমায় নায়কের বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা সন্ধ্যা। দুর্দান্ত এ প্রেমের কাহিনিতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পপিও।

 

কি জেনে অবাক হচ্ছেন? এটিই সত্যি। পরিচালক জানান, এ সিনেমার ৪০ ভাগ কাজ শেষ হয়েছিল। একটি গানের দৃশ্যধারণও হয়। ওই গানের দৃশ্যে সালমান, সন্ধ্যার সঙ্গে কিছু ঝলক দেখা যায় পপিকেও।

 

কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আজকের দিনেই হঠাৎ না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের এ কিংবদন্তি নায়ক। নায়কের মৃত্যুর খবর মেনে নিতে পারেননি পরিচালক বাবু।

 

 সংগৃহীত

 

যে কারণে দুঃখে, হতাশায় ‘প্রেমের বাজি’ সিনেমাটি আর শেষ করেননি তিনি। কারণ হিসেবে এ নির্মাতা জানান, ওই সিনেমায় অসাধারণ লুক নিয়ে পর্দায় হাজির হয়েছিলেন সালমান। সিনেমার জন্য বেশ কয়েকটি ফটোশুটে চেহারায় দুর্দান্ত লুক তৈরি করেছিলেন।

 

সালমান শাহ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু। ছবি: সংগৃহীত

 

সালমানের মৃত্যুর পর সে চরিত্রে কোনো অভিনেতাকেই মানানসই মনে হয়নি নির্মাতার। যে কারণে আজও অসমাপ্ত রয়ে গেছে সিনেমাটি।

 

আসুন এক নজরে দেখে নিই, ‘প্রেমের বাজি’ সিনেমার কিছু দুর্লভ ছবি-

 

 

১। ‘প্রেমের বাজি’ সিনেমায় একক ফটোশুটে সালমান শাহ।

 

 

২। এ সিনেমার একটি দৃশ্যে অভিনেত্রী সন্ধ্যার সাথে সালমান।

 

আরও পড়ুন: মৃত্যুর আগের দিন তুষারকে কেন খুঁজেছিলেন সালমান শাহ?

 

 

৩। ‘প্রেমের বাজি’ সিনেমার পোস্টারে সন্ধ্যা ও সালমান।

 

আরও পড়ুন: মৃত্যুর ২৯ বছর পরও ভক্তদের হৃদয়ে ‘শাহেনশাহ’ সালমান শাহ

]]>
সম্পূর্ণ পড়ুন