সালজবুর্গকে হারিয়ে শেষ ষোলোতে জুভেন্টাসকে পেল রিয়াল

২ সপ্তাহ আগে
শেষ হলো ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। শেষ দিনে 'এইচ' গ্রুপের দুইটি ম্যাচ ছিল। যেখানে রিয়াল মাদ্রিদ রয়েছে সালজবুর্গের বিপক্ষে। অপর ম্যাচে আল হিলাল খেলেছে পাচুকার বিপক্ষে। সালজবুর্গকে হারিয়ে 'এইচ' গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। অপর ম্যাচে আল হিলালও শেষ ষোলো নিশ্চিত করেছে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে সালজবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম হাফে দুই গোলের পর দ্বিতীয় হাফে একটি গোল করে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটি।


আরও পড়ুন: জুভেন্টাসকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে সিটি


রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেছেন ভিনিসিউস জুনিয়র, ফেদেরিকো ভালভার্দে এবং গঞ্জালো গার্সিয়া। ম্যাচটি রিয়াল মাদ্রিদ জয় পেলেও স্প্যানিশ ক্লাবটির সঙ্গে সমানে সমান লড়েছে সালজবুর্গ। শেষ ষোলোতে যাওয়ার সুযোগ ছিল সালজবুর্গেরও। তার জন্য তাদের মেলাতে হতো অনেক সমীকরণ। তবে শেষ পর্যন্ত গ্রুপপর্ব থেকেই বিদায় নিল অস্ট্রিয়ার ক্লাবটি।


এদিকে সৌদি আরবের ক্লাব আল হিলাল পাচুকাকে হারিয়েছে ২-০ গোলে। হিলালের হয়ে গোল করেছেন সালেম আল-দাওসারি এবং মার্কোস লিওনার্দো। 

]]>
সম্পূর্ণ পড়ুন