সার্ভার জটিলতায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন বন্ধ

৬ দিন আগে
সার্ভার জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে লেনদেন বন্ধ রয়েছে।

রোববার (৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, সার্ভার জটিলতায় সকাল থেকে লেনদেন বন্ধ রয়েছে। সকাল ১০টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

 

আরও পড়ুন: বেক্সিমকোর তিন কোম্পানিতে বিশেষ নীরিক্ষা চালাবে বিএসইসি


তবে ডিএসইর আইটি টিম সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, সমস্যার সমাধান হওয়া মাত্রই লেনদেন শুরু করা হবে।

 


এদিকে, স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন