সারাক্ষণ বন্ধ থাকতো বাড়িটির গেট, ঢুকে দেখা গেল নকল সিগারেটের কারখানা

৩ সপ্তাহ আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া গে‌ছে। সোমবার (২১ জুলাই) বি‌কে‌লে উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়‌নের পূর্ব কালুডাঙ্গা গ্রা‌মের জ‌নৈক আব্দুল ম‌জি‌দের বা‌ড়ি‌তে এ কারখানার সন্ধান পায় স্থানীয়রা।

প‌রে খবর পে‌য়ে পু‌লিশ চারজন‌কে আটক ক‌রে। ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়।

 

জানা গে‌ছে, ওই গ্রা‌মের ম‌জিদ মিয়ার বা‌ড়ি‌তে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ কারখানায় তৈরি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ডের নকল 'স্টার' সিগারেট। সেগু‌লো উলিপুরসহ আশপা‌শের ক‌য়েক‌টি এলাকায় বাজারজাত করা হয়।

 

প‌রে খবর পে‌য়ে পু‌লিশ সিগা‌রেট তৈ‌রিতে জড়িত চারজনকে আটক ক‌রে। এ সময় বিপুল প‌রিমাণ সিগা‌রে‌টের মোড়ক, ব্যবহৃত কাগজ, স্টিকারসহ সিগা‌রেট তৈ‌রির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে সিগারেটের বাকি টাকা চাওয়ায় দ্বন্দ্ব, দোকানদারকে খুন

 

আটকরা হ‌লেন, আবুল খা‌য়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫), ন‌জিয়ার রহমান (৬০)। তা‌দের সবার বা‌ড়ি নীলফামারীর জলঢাকা থানার মিরগঞ্জ পাঠান পাড়া গ্রা‌মে।

 

স্থানীয় বা‌সিন্দারা জানান, এই বা‌ড়ি‌তে তেমন কেউ থা‌কে না। সারাক্ষণ বা‌ড়ির গেট বন্ধ থা‌কে। ত‌বে বেশ কিছুদিন ধরে বা‌ড়িতে দুএকজন ব‌হিরাগত লোক যাতায়াত কর‌তো। বিষয়‌টি এলাকাবাসীর স‌ন্দেহ হ‌য়।

 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে সিগারেটের বাকি টাকা চাওয়ায় দ্বন্দ্ব, দোকানদারকে খুন

 

উলিপুর থানা পুলিশের প‌রিদর্শক (তদন্ত) নাজমুস সা‌কিব স‌জিব ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রে ব‌লেন, মালামালসহ চারজনকে আটক ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। তদন্ত ক‌রে এ বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা নেয়া হ‌বে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন