সারা বিশ্ব থেকে দেখা যাচ্ছে সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড নিয়ে তৈরি ‘অমীমাংসিত’

৪ সপ্তাহ আগে
গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপত্তির কারণে মুক্তির তারিখ পেছানো হয় রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’র। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। ওয়েব ফিল্মটি সোমবার (১৫ ডিসেম্বর) থেকে আইস্ক্রিন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন দর্শক।

এটি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দর্শকরা সাবস্ক্রিপশনের মাধ্যমে উপভোগ করতে পারছেন।


‘‘অমীমাংসিত’’র মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ-বারান্দায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


যেখানে উপস্থিত ছিলেন এর পরিচালক রায়হান রাফী, আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, একে আজাদ সেতু, শেওতি, আবদুল্লাহ আল সেন্টু, শাহজাহান সৌরভ প্রমুখ।

 

আরও পড়ুন: এক ঝাঁক তারকা নিয়ে আসছে ‘বনলতা এক্সপ্রেস’


নির্মাণের শুরু থেকে ‘অমীমাংসিত’ নিয়ে বাড়তি আগ্রহ দেখা যায় দর্শকদের মধ্যে। এর টিজার-ট্রেলার প্রকাশের পর দেখা যায়, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এই ওয়েব ফিল্ম! সেই খুনের তদন্ত করতে ক্রাইম জোনের নানা আলামতের চুলচেরা বিশ্লেষণ করতে মাঠে নামে আইনশৃঙ্খলাবাহিনী। গল্প মোড় নেয় অন্যদিকে।


পরিচালক রাহয়ান রাফী বলেন, ‘‘অমীমাংসিত’’ আমার হৃদয়ের খুব কাছের একটি অয়েব ফিল্ম। আমরা পুরো টিম ভীষণ প্যাশন নিয়ে সিনেমাটি বানিয়েছি। এরপর মুক্তির জন্য দীর্ঘদিন অপেক্ষাও করেছি। বারবার নানা কারণে সেন্সরে আমাদের সিনেমাটি আটকে দেয়া হয়েছে।”

 

আরও পড়ুন: ইউরোপের রটারড্যামে ‘দেলুপি’, যা জানালেন নির্মাতা


এর আগে ওয়েব ফিল্মটি দর্শকদের সামনে প্রদর্শন উপযোগী নয় বলে চূড়ান্ত রায় দিয়েছিল চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত বছরের ২৪ এপ্রিল এই সিদ্ধান্ত জানানো হয়। এরপর পেরিয়ে গেছে প্রায় দেড় বছর, অবশেষ খুলেছে ‘অমীমাংসিত’ জট, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেল সিনেমাটি।

]]>
সম্পূর্ণ পড়ুন