সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১২৫৬

৩ সপ্তাহ আগে
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন শুক্রবার (৩১ অক্টোবর) এ তথ্য জানান।


গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮০৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৫২ জন রয়েছেন।
 

আরও পড়ুন: নিজ বাসার ছাদে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগ নেতা


এ এইচ এম শাহাদাত হোসেন জানান, সারা দেশে অভিযান চালিয়ে মোট ১ হাজার ২৫৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুটি চাইনিজ কুড়াল, একটি হাঁসুয়া, ৫ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, একটি কার্তুজ, গুলির একটি খণ্ডিত অংশ, একটি দেশে তৈরি একনলা বন্দুক জব্দ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন