সারজিসকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে বললেন প্রিন্স

১ সপ্তাহে আগে
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরামর্শ দিলেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় গীতিকারের এ ফেসবুক পোস্ট।

রোববার (১২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে সারজিসকে এ পরামর্শ দেন গীতিকার।

 

ফেসবুক পোস্টে আদুরে ভাষায় সার্জিসের উদ্দেশে লেখেন,

স্নেহের সার্জিস তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপজনিত উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষন্নতা আর আবেগজনিত জটিলতায় ভুগছো বলে ধারণা করছি।

 

এরপরই সারজিসকে পরামর্শ দিয়ে প্রিন্স মাহমুদ লেখেন,

ডাক্তারের পরামর্শমতো রিভোট্রিল ০.৫ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।

 

পোস্টটিকে সাময়িক উল্লেখ করে মন্তব্যের ঘরে গীতিকার লেখেন রাতে খাওয়ার পর খেতে হবে। যদি কাজ না হয় তাহলে সকালেও একটা। তবে ডাক্তারের পরামর্শ মতো।

 

 

প্রিন্স মাহমুদের সেই স্ট্যাটাসটি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। মন্তব্যের ঘরে নিজেদের বক্তব্য উপস্থাপন করছেন নেটিজেনরা। প্রিন্ম মাহমুদের এ পরামর্শকে নেটিজেনদের বেশিরভাগই আখ্যা দিয়েছেন ‘সেরা পরামর্শ’ হিসেবে।

 

আরও পড়ুন: আর্মি অফিসারের সাথে বাগদান সারলেন তানজীব সারোয়ার

 

প্রসঙ্গত, জুলাই আন্দোলনে সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজপথ, ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সরব ছিলেন প্রিন্স মাহমুদ। নানান সামাজিক অসঙ্গতি নিয়েও সোচ্চার তিনি। পরিবর্তিত সময়ে সরকারের একটি কমিটিতে ডাক পেলেও বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন এই শিল্পী।

 

আরও পড়ুন: ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে গায়ক রাজবীর

 

]]>
সম্পূর্ণ পড়ুন