বুধবার (১৪ মে) দুপুরে শহরের আমতাল সড়কের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
সেখানে এক সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, ‘কোটা আন্দোলনে অসংখ্য মানুষের রক্ত ঝড়েছে, আজকে দেখি এই সরকারই সবচেয়ে বেশি কোটার ব্যবহার করছে। আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ে চট্টগ্রামের লোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চট্টগ্রামের লোক।
অত্যন্ত দুঃখের বিষয়, এটাও একটি কোটা সিস্টেম ‘
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছাত্রদল নেতা শাহরিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করেন তিনি। সবাবেশে জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ স্থানীয় ছাত্রদল নেতারা বক্তব্য রাখেন।