রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে ওই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এ দিকে দীর্ঘক্ষণ সড়ক অবরোধের করণে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। দেখা দেয় দীর্ঘ যানজট, বাড়ে ভোগান্তি।
আরও পড়ুন: চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, তীব্র যানজট
শ্রমিক ও পুলিশ জানায়, প্রতি মাসের ৬-১০ তারিখের মধ্যে কারখানায় বেতন পরিশোধ করা হলেও এখন পর্যন্ত শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন আগামী কয়েক দিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন।
এ ঘটনায় উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিকেলে বকেয়া বেতন পরিশোধের যৌক্তিক আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। সড়ক থেকে সরে যান শ্রমিকরা।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, তীব্র যানজট
এ বিষয়ে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকরা তাদের জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে সড়কে অবস্থান নেন। ইতিমধ্যে কারখানার একজন মহাব্যবস্থাপকের (জিএম) সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি কারখানায় এসে সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।’