স্বীকৃত টি-টোয়েন্টিতে সাব্বিরের ভালো ইনিংসের খুঁজে পেছনে গেলে পেছাতে পেছাতে চলে যেতে হবে চার বছর আগে। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-২০ কাপে খুলনার বিপক্ষে এই ঢাকার হয়ে প্রায় দেড়শ স্ট্রাইক রেটে ৫৬ রান করেছিলেন তিনি। আর করলেন আজ। ঢাকার প্রথম ৩টি ম্যাচে সাব্বির খেলেননি। চতুর্থ ম্যাচে তিনি করেন ২ রান। ঢাকা সব কটি ম্যাচেই হেরেছে।
আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪ ওভার শেষে ৩ উইকেটে স্কোর বোর্ডে ঢাকা তুলেছিল কেবল ৮৮ রান। দুই বিদেশি জেসন রয় ও স্টেফেন এসকিনাজি ব্যর্থ হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। রয় ১ ও এসকেনাজি ৫ রান করেন। শাহাদাত হোসেন দিপুও দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। তবে ইনিংস ধরে রেখেছিলেন তানজিদ হাসান। তাকে একপ্রান্তে রেখেই সাব্বির রহমান খেলেন নায়কোচিত ইনিংস।
আরও পড়ুন: এক ওভারে ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন সোহান
সাব্বিরের ঝড়ে ১৫তম ওভারে আসে ২৬ রান। পরের ওভারে ১৪। তানজিদ হাসান বিদায় নেন ৪৮ বলে ৫৪ রান করে। তবে সাব্বিরের ঝড় থামছিলই না। ২২ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। থিসারা পেরেরা বিদায় নেন ১ রান করে। এরপর সাব্বিরকে সঙ্গ দেন ফরমানুল্লাহ সাফি। ৩৩ বলে শেষ পর্যন্ত ৮২ রান করে অপরাজিত থাকেন সাব্বির। টি-টোয়েন্টিতে এটা তার চতুর্থ সর্বোচ্চ ইনিংস। ২০১৬ সালে বরিশাল বুলসের বিপক্ষে ১২২ রানের ইনিংসটি সবার শীর্ষে।
যে ইনিংসে সাব্বির চারের (৩) বেশি ছক্কাই মেরেছেন, সেটাকে তো তার ছক্কা-ঝড়ই বলতে হয়। ইনিংসে আর ছক্কা হয়েছে মোটে ২টি, ২টিই তানজিদ তামিমের। সাব্বির এর বেশি ছক্কা আর কোনো টি-টোয়েন্টি ইনিংসে মারেননি। ওই ১২২ রানের ইনিংসেও ছক্কা ৯টি।
ঢাকা ৫ উইকেটে করেছে ১৭৭ রান।