সাবেক সিইসিকে শারীরিক লাঞ্ছনার অভিযোগ, আটক ১

২ সপ্তাহ আগে
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় হানিফ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সোমবার (২৩ জুন) রাতে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় রোববার রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেফতার নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

 

মব সৃষ্টি করে নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত সবাই শনাক্ত এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে উল্লেখ করে ডিসি মুহিদুল ইসলাম আরও বলেন, সেনাবাহিনীর একটি দল হানিফ মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

 

আরও পড়ুন: কাঠগড়ায় বিচারকের সঙ্গে সাবেক সিইসি নুরুল হুদার কথোপকথন

 

রোববার (২২ জুন) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করেন। তরে রাতে স্থানীয়রা উত্তরার বাসা থেকে নুরুল হুদাকে আটকে পুলিশে সোপর্দ করেন। এ সময় তাকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ ওঠে।
 

 


 

]]>
সম্পূর্ণ পড়ুন