সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর

৪ সপ্তাহ আগে
অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলাম শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করেন।
 

এর আগে, হাবিবুল আউয়ালের আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


গত ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে। পরদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।
 

আরও পড়ুন: ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর


এর আগে ২২ জুন শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বাদী হয়ে মামলা করেন। মামলায় অভিযোগ আনা হয়–দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন আয়োজন করেছেন তৎকালীন নির্বাচন কমিশনের সদস্যরা। মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করা হয়।


পরবর্তী সময়ে ২৫ জুন মামলাটিতে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগের ধারা যুক্ত করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, এ কে এম শহীদুল হকসহ তৎকালীন নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন