সাবেক শিক্ষার্থীর মাকে হত্যা, শাবিতে নৃবিজ্ঞানের শিক্ষক-শিক্ষার্থীদের র‌্যালি

৪ সপ্তাহ আগে
কুমিল্লা নগরীতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নৃবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী তানজিনা আক্তারের মা মিলন বিবি।

এ ঘটনার প্রতিবাদ এবং অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক র‌্যালি করেছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।

 

রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি’র সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিভাগের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান। পরে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

কর্মসূচি থেকে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি জানান।

 

আরও পড়ুন: কুমিল্লা নগরীতে নারীকে গলা কেটে হত্যা!

 

গত শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা নগরীতে মিলন বিবিকে (৫৫) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়। নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকার এক বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ির জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে।

 

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, কিছু স্বজনের সঙ্গে তাদের অর্থ সংক্রান্ত বিরোধ রয়েছে। বাসায় তাকে মাকে একা পেয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা তার।

]]>
সম্পূর্ণ পড়ুন