সাবেক মেয়র খালেক ও স্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা

৪ সপ্তাহ আগে
১৭ কোটি টাকারও বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ জুলাই) বিকেলে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়। মামলার একটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম এবং অন্যটি উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান।


দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, চলতি বছরের জানুয়ারি থেকে সাবেক মেয়র খালেকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে দেখা যায়, মেয়র ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি জ্ঞাত আয়ের বাইরে ১৫ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন।


দুদকের তথ্যমতে, খালেকের নামে মোট ১৭ কোটি ৮৬ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে, যার বৈধ উৎস প্রমাণে তিনি ব্যর্থ হন। এই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।


অন্যদিকে, সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহার প্রসঙ্গে বলা হয়, তিনি সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের সময় অসাধু উপায়ে ১ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৫৩৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে তার নামে ও স্বামীর সঙ্গে যৌথভাবে ৫ কোটি ৬১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে।


আরও পড়ুন: রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ১২ কর্মকর্তার ফ্ল্যাট গ্রহণের অভিযোগ অনুসন্ধানে দুদক


তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা অনুযায়ী মামলাগুলো রুজু করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


প্রসঙ্গত, তালুকদার আব্দুল খালেক ২০০৮ সাল থেকে কয়েক মেয়াদে খুলনা সিটি করপোরেশনের মেয়র এবং জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী হাবিবুন নাহারও ছিলেন বর্তমান সরকারে একজন উপমন্ত্রী। দুজনই ক্ষমতাসীন রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত।

]]>
সম্পূর্ণ পড়ুন