মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বান্দরবান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল সদস্য।
এ সময় প্রতিবাদ সমাবেশে আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন, সাবেক বিচারপতি খায়রুল হক এদেশের বিচার ব্যবস্থাকে ফ্যাসিবাদী সরকারের খেলনায় পরিণত করেছিলেন। সাধারণ মানুষ আইনের কোনো সহায়তা পায়নি। সে মানুষের আইনি অধিকার মানবাধিকার সব হরণ করে নিয়েছিল।
তিনি বলেন, ফ্যাসিবাদের রাণী খুনি শেখ হাসিনা বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে বাংলাদেশের আপামর জনগণের ওপর যে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল তার অন্যতম দোসর ছিলেন বিচার বিভাগের কলঙ্ক সাবেক বিচারপতি খায়রুল হক। ফ্যাসিবাদের পতনের পর সারা বাংলাদেশে রব উঠেছে এবিচারাঙ্গনের কলঙ্ক সমগ্র বিচার বিভাগকে যে কলুষিত করেছিল তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
আরও পড়ুন: আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় কুমিল্লার ৬ আইনজীবী কারাগারে
এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এড. উম্যাসিং মার্মা এড. জাহাঙ্গীর আলম খান এড. আমিন উল্লাহ বিপ্লব এড. জয়নাল আবেদীন এড. আবু হেনা মোস্তফা এড. আনোয়ার হোসেনসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।