রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজ উদ্দিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, খাগড়াছড়ি সদর থানা আশুতোষ চাকমার ৫ দিনের রিমান্ড আবেদন করে। খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজ উদ্দিন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের মধুপুর এলাকার নিজ বাসা থেকে আশুতোষ চাকমারকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে খাগড়াছড়ির বিভিন্ন থানায় হত্যাসহ ২০ মামলা রয়েছে।
আরও পড়ুন: খাগড়াছড়ি বার অ্যাসোসিয়েশন সভাপতি আশুতোষ চাকমা গ্রেফতার
অভিযোগ রয়েছে, শেখ হাসিনার বিদায় মুহূর্তে আশুতোষ চাকমার নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ছাড়াও ওইদিন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে অগ্নিসংযোগ ও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে একটি মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পর্যায়ক্রমে সব মামলায় তার রিমান্ড চাওয়া হবে।