সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মারা গেছেন

২ সপ্তাহ আগে
সাবেক পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

পরিবার সূত্রে জানা গেছে, মাহমুদ আলী কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ১৩ দিন ধরে বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

 

আরও পড়ুন: বিএনপির সমাবেশে মৃত্যু আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতির

 

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামে ১৯৪৩ সালের ২ জুন জন্মগ্রহণ করেন আবুল হাসান মাহমুদ আলী।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ১৯৬৩ সালে অর্থনীতিতে পড়াশোনা শেষ করে সেখানেই শিক্ষক হিসেবে যোগদান করেন মাহমুদ আলী। ঢাবিতে ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন তিনিু। পরে ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিসে (পিএফএস) যোগ দেন আবুল হাসান মাহমুদ আলী।

 

আরও পড়ুন: চিত্রশিল্পী মতলুব আলী মারা গেছেন

 

দিনাজপুর-৪ থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবুল হাসান মাহমুদ আলী। সবশেষ ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 

]]>
সম্পূর্ণ পড়ুন