সাবেক এমপি আজাদ ও ব্যবসায়ী মাসুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

২ সপ্তাহ আগে
সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং হাইস্পিড গ্রুপের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।


তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়ায় কমিশন থেকে আরও অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


মো. আক্তার হোসেন জানান, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ডজন খানেক দুর্নীতির অনুসন্ধান চলমান রয়েছে। তবে বিদেশে সম্পদের তথ্য পেতে সমস্যা হওয়ায় মামলা-পরবর্তী পদক্ষেপ নিতে বিলম্ব হচ্ছে। তবে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলার চার্জশিট জমা দেয়া হয়েছে।
 

আরও পড়ুন: তারিক সিদ্দিকের সম্পদের পাহাড় রাষ্ট্রের অনুকূলে নেয়ার দাবি


শেখ পরিবারের বিরুদ্ধে দুদকে চলমান অনুসন্ধানগুলোর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর উন্নয়নে দুর্নীতি, সূচনা ফাউন্ডেশন, সিআরআইসহ প্রত্যেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ।


দুদক মহাপরিচালক জানান, সব কটি অভিযোগের অনুসন্ধান শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে বিদেশে সম্পদের তথ্য পেতে সমস্যার কারণে অনুসন্ধানে ধীরগতি রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন