সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন: জ্বালানি উপদেষ্টা

৩ সপ্তাহ আগে
সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


জ্বালানি উপদেষ্টা বলেন, সড়ক ও রেলে ব্যাপক দুর্নীতি হয়েছে। এটা চেয়ারের দোষ না। এটা ব্যক্তির দায়, যে ওই চেয়ারে বসে।

 

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকায় সড়ক নির্মাণ করে ওই এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন।


তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পর তিন মন্ত্রণালয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ ও ব্যয় কাটছাঁট করে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করেছি। 

 

আরও পড়ুন: দামি ঘড়ি ও আইপ্যাড দেখে লোভ হয়েছিল জ্বালানি উপদেষ্টার, অতঃপর...


আগে ১৪ ডলারে এলএনজি আমদানি করা হত জানিয়ে এই উপদেষ্টা বলেন, এখন বাজার উন্মুক্ত করে দেয়ায় ১১ ডলার খরচ হচ্ছে।


তবে মানুষের যে প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকারের কাছে আমরা তা পূরণ করতে পারিনি, বলেন জ্বালানি উপদেষ্টা।

]]>
সম্পূর্ণ পড়ুন