মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি বন বিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম-এর একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পৌরসভার তেঁতুল তলা এলাকার সাবেক ইউপি মেম্বার নবদ্বীপ চাকমার বাড়িতে দীর্ঘ দিন ধরে এসব বন্যপ্রাণী খাঁচাবন্দি করে রাখা হয়েছিল। এমন সংবাদের ভিত্তিতে বন কর্মকর্তারা সেখানে হানা দেন। অভিযানে বিলুপ্তপ্রায় এশিয়াটিক ব্ল্যাক বিয়ারসহ মোট ৯টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, বন্যপ্রাণী রক্ষা ও সংরক্ষণের নিয়মিত কাজের অংশ হিসেবে এই যৌথ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন,মানুষের যেমন বাঁচার অধিকার আছে, তেমনি প্রাণীদেরও প্রকৃতিতে স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। এসব প্রাণী প্রকৃতির অলংকার। বন ও বন্যপ্রাণী যদি সুরক্ষিত থাকে, তবেই আমাদের প্রকৃতি ভালো থাকবে।
আরও পড়ুন: সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়ল বাঘ
তিনি আরও জানান, বন্যপ্রাণী ধরা বা লালন-পালন করা দণ্ডনীয় অপরাধ। তবে অভিযুক্ত নবদ্বীপ চাকমা নিজের ভুল স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজে আর লিপ্ত হবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
উদ্ধারকৃত এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, মায়া হরিণ ও বানরগুলোকে প্রাথমিক পর্যবেক্ষণের পর রাতেই কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে। সেখানে প্রাকৃতিক পরিবেশে প্রাণীগুলোকে অবমুক্ত করা হবে যাতে তারা সুষ্ঠুভাবে বিচরণ করতে পারে।

৩ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·