সাবেক ইংলিশ পেসারের মতে, কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল

৩ সপ্তাহ আগে
বর্ডার-গাভাস্কার ট্রফিতে বাজে ফর্মের কারণে সমালোচিত হচ্ছে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী তো বলেই দিয়েছেন তাকে ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। তবে বর্ডার-গাভাস্কার ট্রফিতে কোহলি বেশি আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটসম্যান স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরে। যার জন্য জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

কোহলি সকলের কাছে ভিলেন হয়ে যান, যখন সিরিজের চতুর্থ টেস্টে স্যাম কনস্টাসকে ইচ্ছা করে ধাক্কা দেন। যা নিয়ে তুলুম সমালোচিত হন অভিজ্ঞ এই ক্রিকেটার। এবার সেই আলোচনা আবারও উঠে এসেছে। সাবেক ইংলিশ পেসার স্টিভ হারমিসন মনে করেন কোহলির শাস্তিটা কম হয়ে গেছে। তার আরও বড় শাস্তি পাওয়া উচিত ছিল।


'টকস্পোর্টস ক্রিকেট পডকাস্ট’কে হারমিসন বলেন, ‘সেখানে কোহলির সঙ্গে কী ঘটেছিল? কোহলি আইনের উর্ধ্বে চলে গেছে। বিরাট কোহলি যা করেছে, তার জন্য তাকে নিষিদ্ধ করা উচিত ছিল। আপনি জানেন যে, আমি বিরাট কোহলিকে কতটা ভালোবাসি এবং সে খেলার জন্য কী করেছে। কিন্তু একটি সীমা আছে। আপনি এটি অতিক্রম করবেন না।’


আরও পড়ুন: রোহিত-কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিলেন শাস্ত্রী 


তার পাশাপাশি কনস্টাসকে সতর্কও করেছেন হারমিসন। সবসময় পরিস্থিতি যা-ই হোক মেজাজ ঠাণ্ডা রাখতে বলেছেন তাকে। তার পাশাপাশি ব্যাটিংয়ে কীভাবে উন্নতি করতে হয়, সেটাও বলে দিয়েছেন সাবকে ইংলিশ পেসার।


হারমিসন বলেছেন, ডেভিড ওয়ার্নারের সব কৌশল ভালোমতো রপ্ত করার আগেই যেন আক্রমণাত্মক ভঙ্গি (ব্যাটিংয়ে) অনুসরণ না করেন। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ভালো বোলারদের বিপক্ষে সে যেন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন।    

]]>
সম্পূর্ণ পড়ুন