সোমবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়, নিজস্ব কারখানায় উৎপাদিত তৈরি পোশাক বা বস্ত্রজাত সামগ্রী রফতানির বিপরীতে নিট এফওবি মূল্যের উপর উৎপাদনকারী-রফতানিকারক প্রতিষ্ঠান নগদ সহায়তা পেয়ে থাকে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আলোচ্য সুবিধার আওতায় মূল তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মতো এবং একই হারে সাব-কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত ও রফতানিকৃত পণ্যে শর্ত সাপেক্ষে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রযোজ্য হবে।
আরও পড়ুন: লাইসেন্স পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, চেয়ারম্যান হলেন কে?
যেসব প্রতিষ্ঠানের নিজস্ব সচল কারখানা রয়েছে, তারা সাব-কন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদিত পোশাক বা বস্ত্রজাত পণ্য রফতানি করলে নিট এফওবি মূল্যের ওপর রফতানি প্রণোদনা পাবে। তবে উৎপাদনে সরাসরি সম্পৃক্ত নয়-এমন ট্রেডিং কোম্পানি বা প্রতিষ্ঠান এই সুবিধার আওতায় আসবে না।
এ ক্ষেত্রে ‘তৈরি পোশাক শিল্পে সাব-কন্ট্রাক্টিং গাইডলাইন-২০১৯’ এবং ‘ওয়্যারহাউস পদ্ধতির আওতায় রফতানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান (ওয়্যারহাউস পদ্ধতির আওতায় সাময়িক আমদানি, ওয়্যারহাউস পরিচালনা ও কার্যপদ্ধতি) বিধিমালা-২০২৪’ অনুসরণ করতে হবে।
এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখায় পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

৪ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·