বাসিলের বয়স যখন ৮ বছর, তখন তিনি মেসি ও নেইমারের রেকর্ড ভেঙেছেন। তার জাদুকরী ড্রিবলিং পাসিং ও গোল করার সহজাত দক্ষতায় বাসিলে প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে এভাবেই নেইমারের সঙ্গে তার তুলনা করা হচ্ছে না।
গত বছর একটি বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সান্তোস অনূর্ধ্ব-১৬ দলকে শিরোপা জিতিয়েছিল বাসিলে। যখন তার বয়স ছিল মাত্র ১২ বছর।
আরও পড়ুন: মেসির ইনজুরি নিয়ে যা জানা গেল
প্রতিভার ঝলক দেখিয়ে ১৩ বছর বয়সি বাসিলে এখন অনূর্ধ্ব-১৮ দলে খেলার অপেক্ষায়। দুদিন আগে সান্তোসের সঙ্গে ইমেজ-স্বত্বের চুক্তি করে ফের আলোচনায় আসে এই বিস্ময় বালক। বাসিলের আগে এত অল্প বয়সে সান্তোসের সঙ্গে এমন চুক্তি হয়েছিল শুধু নেইমারের।
বাসিলের জন্য অবশ্য দুনিয়া কাঁপানো চুক্তি নতুন কিছু নয়। আট বছর বয়স থেকে তার স্পন্সর নাইকি। সর্বকানিষ্ঠ খেলোয়াড় হিসাবে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির রেকর্ড এটি। নাইকির সঙ্গে প্রথম চুক্তির সময় নেইমারের বয়স ছিল ১৩, মেসির ১৫।