গত মাসে রিয়াল ছাড়া ভাসকেজ যোগ দিলেন লেভারকুসেনে

৩ ঘন্টা আগে
রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৯ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা গত মাসেই দিয়েছিলেন লুকাস ভাসকেজ। রিয়ালের একাডেমীতে বেড়ে ওঠা এই স্প্যানিশ তারকা বেছে নিয়েছেন তার নতুন ঠিকানা। ৩৪ বছর বয়সে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনে যোগ দিয়েছেন ভাসকেজ।

ফ্রি এজেন্ট হিসেবে জার্মান ক্লাবটিতে দুই বছরের চুক্তিতে নাম লিখিয়েছেন ভাসকেজ। নতুন ক্লাবে তিনি পাবেন ২১ নম্বর জার্সি।


এস্পানিওলে ধারে এক মৌসুম খেলা বাদ দিলেন ভাসকেজের ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় কেটেছে রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদের সিনিয়র দলে ১০ বছরে ২৩টি ট্রফি জিতেছেন তিনি।  যার মধ্যে আছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি করে লা লিগা ও উয়েফা সুপার কাপ ও তিনটি ক্লাব বিশ্বকাপ।


তবে রিয়ালে তার ক্যারিয়ারকে শুধু ম্যাচ বা ট্রফি সংখ্যা দিয়ে বিবেচনা করা যাবে না। ক্লাবের ভেতরে ও বিশ্বজুড়ে সমর্থকদের কাছে তিনি প্রবল জনপ্রিয় ছিলেন ক্লাব অন্তপ্রাণ একজন হিসেবে। ক্লাবের জন্য নিজের ভূমিকার সঙ্গে আপোস করতে যিনি পিছপা হননি কখনও।


আরও পড়ুন: রিয়ালে ফেরার স্বপ্নে টটেনহ্যামের বিশাল প্রস্তাব পায়ে ঠেললেন আর্জেন্টাইন তরুণ 


শুরুর দিনগুলো থেকেই তিনি ছিলেন মূলত উইঙ্গার। সেভাবেই এগিয়েছেন ফুটবলের পথে। কিন্তু দলের প্রয়োজনে গত কয়েক বছরে হয়ে উঠেছেন রাইট ব্যাক। সেখানে অনেক সময় তাকে ভুগতেও হয়েছে। প্রভাব পড়েছে তার ক্যারিয়ারে। তবু তিনি এখানে চেষ্টা করে গেছেন সাধ্যমতো।


গত মৌসুম ভালো কাটেনি ভাসকেজের। নিজেও বুঝতে পেরেছিলেন তা। যার কারণেই গত মৌসুমে ক্লাব ছাড়ার ঘোষণা দেন। গত মে মাসে রিয়ালের হয়ে ৪০০ ম্যাচ খেলেন তিনি।


এদিকে ভাসকেজের মতো ফুটবলারকে দলে নিয়ে উচ্ছ্বসিত লেভারকুসেনের ব্যবস্থাপক। গত মৌসুমে বুন্দেসলিগায় রানার্স আপ হয়েছে লেভারকুজেন। নতুন কোচ এরিক টেন হ্যাগের অধীনে মৌসুমের প্রথম ম্যাচই হেরেছে তারা। ভাসকেজ অবশ্যই তাদের শক্তি বাড়াবে।

]]>
সম্পূর্ণ পড়ুন