সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন খাদ্য অধিদফতর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।
নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আশুগঞ্জ উপজেলার একাধিক চাতাল কলে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা খাদ্য অধিদফতরের পরিদর্শক মো. রামিম পাঠান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অবস্থিত সেবা রাইস মিল নামক প্রতিষ্ঠানে অস্বাভাবিক চালের মজুদের পাশাপাশি বিআর-২৮ চালের বস্তায় মিনিকেট লিখে পাটের বদলে প্লাস্টিক বস্তায় মোড়কজাত করতে দেখা যায়। এছাড়া মিলগেট মূল্য তালিকা সম্বলিত সিল না থাকা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার বিষয়টিও ধরা পড়ে।
আরও পড়ুন: রংপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, দুই দালালকে জরিমানা
এসব অসঙ্গতি ধরা পড়ার পর ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ওই প্রতিষ্ঠানকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অভিযানকালে অন্য প্রতিষ্ঠান গুলোকে সরকারের প্রচলিত আইন মেনে ব্যবসা করার বিষয়ে সতর্ক করা হয়।
আরও পড়ুন: নোংরা পরিবেশে খাবার তৈরি, ফরিদপুরে দুইটি রেস্টুরেন্টকে জরিমানা
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী, খাদ্য অধিদফতরের পরিদর্শক মো. রামিম পাঠান, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সেক্রেটারি শাহীন আলম, ছাত্র প্রতিনিধি সিয়াম আফ্রিদিসহ আশুগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
]]>