রোববার (২২ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘেরাও করে এ কর্মসূচি পালন করেন জুবায়েরপন্থিরা।
বিশ্ব ইজতেমায় সাদপন্থিদের হামলায় নিহতের প্রতিবাদ এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে শনিবার সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ থেকে জুবায়েরপন্থিরা মিছিল বের করে। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিতে যায় নেতাকর্মীরা। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের যথাযথ মূল্যায়ন করিনি বলে অভিযোগ করেন তারা।
আরও পড়ুন: ফেনী থেকে অংশ নেয়া সাদপন্থিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
পরে রোববার জুবায়েরপন্থি অনুসারীরা হামলায় জড়িত সাদপন্থিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে৷ পরবর্তীতে বিকেল সাড়ে ৫ টায় প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।