সাতক্ষীরায় ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

৪ সপ্তাহ আগে
সাতক্ষীরার আশুশুনিতে হাত-পা বাঁধা পানিতে ভাসমান অবস্থায় নুসরাত নামে ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ধর্ষণের ওই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুল‍্যা ইউনিয়নের আগোরদাড়ি গ্রামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


নিহত শিশু নুসরাত আগোরদাড়ি গ্রামের রবিউল ইসলাম রুবেলের মেয়ে।


নুসরাতের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল ১১টার পর বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে নুসরাতকে না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে সংবাদ নিতে থাকে । দুপুর ১টার দিকে পাশের সালমান আজিজের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায় আজিজের স্ত্রী। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।


আরও পড়ুন: সাবেক প্রেমিকের চায়ের নিমন্ত্রণে যাওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ


আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি । শিশুটিকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাছাড়াও মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।  ঘটনাস্থল থেকে ওই গ্রামের জনি নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


এ ঘটনায় নিহতের বাবা রবিউল ইসলাম রুবেল বাদী হয়ে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন