শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের নাম মো. শাওন (৩৬)। তার বাড়ি তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায়। আহতদের মধ্যে একজন ইজিবাইকের যাত্রী ও ১৪ জন বাসযাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসটি সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পৌঁছালে একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় সামনে থেকে আসা ইজিবাইকে সজোরে ধাক্কা দিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইক চালক শাওন। এসময় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের যাত্রীসহ আরও অন্তত ১৫ জন বাসযাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ইজিবাইকটি এসময় দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুন: ভোমরা শুল্ক স্টেশনকে কাস্টমস হাউস ঘোষণা, ২ মাসেও নিয়োগ হয়নি কমিশনার
আহতদের মধ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে শেখ নজরুল ইসলাম (৭০), একই এলাকার ফাইম হোসেন(২০) , সাতক্ষীরা সদরের বকচোরা এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার মিম (২১) ,বরিশাল জেলার সদরের কাউনিয়া এলাকার মাহাবুর রহমানের ছেলে নাইম(৩০) রয়েছে । অন্যদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এছাড়া আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

৪ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·