বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরের ভেটখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় ওষুধসহ চোরাকারবারিদের আটক করে কালিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগং গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন, একই এলাকার আশরাফ হোসেনের মেয়ে আকলিমা খাতুন এবং কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের ওজায়মারী গ্রামের মৃত রজব আলীর ছেলে কোহিনুর রহমান।
সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, শ্যামনগরের দক্ষিণভেটখালী এলাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধ ও বিড়ি ভারত থেকে অবৈধপথে আনা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনা সদস্যরা দক্ষিণ ভেটখালী এলাকার আব্দুর রহিমের বাড়িতে অভিযান পরিচালনা করে প্রথমে আনুমানিক ৩ লাখ টাকার ভারতীয় বিড়ি জব্দ করে। সে সময় আব্দুর রহিমকে পাওয়া না গেলে মালের মালিক মোজাম্মেল হোসেনকে আটক করা হয়।
আরও পড়ুন: জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস
তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনুমানিক ১৭ লাখ টাকার ভারতীয় অবৈধ ওষুধ আটক করা হয় এবং আকলিমা নামের আরও একজন চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল এবং আটককৃতদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর কবির।