সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

৩ সপ্তাহ আগে
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাওলানা ফজলুল হক গাজী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে ভোরে মোটরে পানি তোলার সময় বিদ্যুতের লিকেজ তারে স্পৃষ্ট হয়ে তিনি পুকুরে পড়ে যান। পরে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।


নিহত মাদ্রাসাশিক্ষকের নাম মাওলানা ফজলুল হক গাজী। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী তারানীপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে। তিনি স্থানীয় দরগাপুর এনডিএস ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন।


স্থানীয়রা জানান, লুৎফর রহমান নতুন জায়গা কিনে সেখানে বাড়ি করার জন্য  চারপাশে বিম ঢালাই দিয়ে প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। সোমবার ভোরে নির্মাণাধীন প্রাচীরে পানি দেয়ার জন্য বাড়ির পাশে পুকুরপাড়ে বসানো মটরে হাত দিলে বিদ্যুতের লিকেজ তারে স্পৃষ্ট হয়ে তিনি পুকুরে পড়ে যান। পরে সেখানেই তার মৃত্যু হয়।


আরও পড়ুন: কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু


এদিকে সকাল ৮টার দিকে একই গ্রামের  আল আমিনের ছেলে রব খেলা করার জন্য পুকুরপাড়ে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখে তার দাদা আশরাফ গাজীকে খবর দেয়। পরে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ এসে পুকুর থেকে ভাসমান অবস্থায় মাওলানা ফজলুল হকের মৃতদেহ উদ্ধার করে।


শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন