বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার (১৬ এপ্রিল) রাতে সদর উপজেলার লাবসা মোড় এলাকা থেকে ট্রাকভর্তি অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়। এসব মালামালের মধ্যে রয়েছে উন্নত মানের শাড়ি, থানকাপড়, জিপসাম পাউডার, সিরামিক পাউডার ও পোস্তদানা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল ঢাকায় নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের একটি টহল দল সদর উপজেলার লাবসা মোড়ে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি জব্দ করে ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে আসেন। জব্দ ট্রাকটির নম্বর: সাতক্ষীরা-ট-১১-০৬৯৬।
জব্দ ট্রাকটি তল্লাশি করে বিজিবি যে মালামাল জব্দ করে, তার বিবরণ নিম্নরূপ:
- ৩,৩৯,১৫,০০০ টাকা মূল্যের ২,২৬১ পিস উন্নত মানের ভারতীয় শাড়ি
- ৩৫,৯৬,৪০০ টাকা মূল্যের ৮,৯৯১ গজ টিস্যু জর্জেট থান কাপড়
- ২,১০,০০,০০০ টাকা মূল্যের ২,১০০ কেজি পোস্তদানা
- ২৪,০০,০০০ টাকা মূল্যের ৮০০ কেজি জিপসাম পাউডার
- ১,৭২,৭৪,০০০ টাকা মূল্যের ৮,৬৩৭ কেজি সিরামিক পাউডার
এছাড়া একটি বাংলাদেশি ট্রাকসহ মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৯ কোটি টাকা।
আরও পড়ুন: সাতক্ষীরায় কেমিক্যাল মেশানো পাঁচ মন অপরিপক্ক আম জব্দ
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ক ফাঁকি দিয়ে মালামালগুলো অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয় এবং সেগুলো ট্রাকে করে রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামালসহ ট্রাক জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। এছাড়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা খতিয়ে দেখছেন—পণ্যগুলো ভোমরা বন্দর দিয়ে প্রবেশ করেছে কিনা এবং এ চক্রের সঙ্গে কারা জড়িত।
]]>