সাতক্ষীরায় আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

১ সপ্তাহে আগে
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে আটক ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবি তাদের থানায় সোপর্দ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে ভারতের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের তলুইগাছা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে।

 

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সোনাতলা ও তালা উপজেলার পাটকেলঘাটা, খুলনার তেরখাদা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা ১০ জন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার হাকিমপুর ক্যাম্প এলাকায় প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। আটকদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

 

আরও পড়ুন: সাতক্ষীরায় পতাকা বৈঠকে ৮ বাংলাদেশিকে হস্তান্তর

 

হস্তান্তর করা ব্যক্তিরা হলেন:

  • মো. নেয়ামত আলী ও তার স্ত্রী পাপিয়া বেগম
  • শীলা আক্তার সরবানু ও তার সন্তান হাবিব মোল্লা ও লাবিবা মোল্লা
  • আব্দুল মোছা, স্ত্রী আফরোজ মোল্লা ও মেয়ে রুকাইয়া খাতুন
  • মোছা. মোসলেমা খাতুন ও তার শিশু কন্যা আনাবিয়া।

 

তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আবুল কাশেম সাতক্ষীরা সদর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের পরিবারের জিম্মায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন