সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন

১ দিন আগে
শহীদদের স্মৃতি চির অম্লান রাখতে সাতক্ষীরায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শহরের পুরাতন ডাকবাংলো প্রাঙ্গণে নির্মিত এই স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।


উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, ‘মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা শহীদদের স্মৃতি ধরে রাখতে এই স্মৃতিস্তম্ভ একটি ঐতিহাসিক নিদর্শন হয়ে থাকবে। নতুন প্রজন্ম এখান থেকে দেশপ্রেমের অনুপ্রেরণা পাবে।’


এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মইনুল ইসলাম মইন, জেলা জামায়াতে ইসলামের আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান প্রমুখ। 

আরও পড়ুন: পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

স্মৃতিস্তম্ভ উদ্বোধনের পর জেলা প্রশাসক প্রাণশায়ের খালপাড়ে নির্মিত ওয়াকওয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 


তিনি বলেন, ‘সাতক্ষীরার নাগরিকদের অসুস্থ ও সুস্থ বিনোদন ও হাঁটাচলার পরিবেশ নিশ্চিত করতে এই ওয়াকওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবার–পরিজন নিয়ে মানুষ এখানে আগের চেয়ে বেশি স্বস্তিতে সময় কাটাতে পারবে।’


উদ্বোধন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


বাংলার নতুন স্বাধীনতার গল্প ধারণ করে দাঁড়িয়ে থাকা এই স্মৃতিস্তম্ভ জুলাই গণঅভ্যর্থানের ইতিহাসকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেবে—এমন প্রত্যাশা সবার।

]]>
সম্পূর্ণ পড়ুন