সাতক্ষীরা-৩: বিএনপির দুপক্ষের সম্ভাব্য সংঘর্ষ প্রতিহত করল সেনাবাহিনী

২ সপ্তাহ আগে
সাতক্ষীরা-৩ আসনের কালিগঞ্জ উপজেলার ফুলতলায় বিএনপির মনোনীত প্রার্থী ও মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ প্রতিহত করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের নেতৃত্বে ফুলতলায় গণমিছিলের কর্মসূচির ঘোষণা দেয়া হয়। একই সময়ে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকেরা ওই মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে প্রার্থী ঘোষণার দাবিতে কালো পতাকা মিছিলের ডাক দেয়। এতে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয় এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।


এ অবস্থায় সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে খবর আসে, একদল নাশকতাকারী বিপুল পরিমাণ গুলতি, লোহার বল, লাঠিসোটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রসহ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে সাতক্ষীরার কালিগঞ্জ আর্মি ক্যাম্পের বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালায়।


আরও পড়ুন: রূপসায় সোহেল হাওলাদারকে গুলি করে হত্যা


সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে একদল নাশকতাকারী দেশীয় অস্ত্র ও লোহার টুকরা নদীতে নিক্ষেপ করে পালানোর চেষ্টা করে। এ সময় সেনা সদস্যরা চারজন নাশকতাকারী ও চারটি গাড়ি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।


ঘটনাস্থল থেকে একটি মিনি ট্রাক, তিনটি পিকআপ ভ্যান, লাঠি, ইটপাটকেল, গুলতি, লোহার পাইপ ও ধারালো লোহার টুকরা উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সাতক্ষীরার কালিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, সেনা সদস্যদের সার্বক্ষণিক সতর্ক নজরদারি ও দ্রুত পদক্ষেপের কারণে কালিগঞ্জে একটি বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ রোধ করা সম্ভব হয়েছে।


এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘সেনাবাহিনী আটক চারজনকে উদ্ধার মালামালসহ থানায় সোপর্দ করেছে। বিষয়টি তদন্তাধীন।’

]]>
সম্পূর্ণ পড়ুন