সাত মাসের যমজ শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা, পরস্পরকে দুষছেন বাবা-মা

৪ সপ্তাহ আগে
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সাত মাস বয়সি যমজ কন্যা শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা-মায়ের একজন অপরজনকে দোষারোপ করেছেন।

সোমবার (৭ জুলাই) রাতে বিবন্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

শিশু দুটির মা শান্তা বেগম অভিযোগ করেন, তার স্বামী সোহাগ শেখ ঘর থেকে দুই কন্যাকে নিয়ে পাশের ডোবায় ফেলে দেন। অপরদিকে সোহাগ শেখের দাবি, তার স্ত্রী-ই দুই সন্তানকে পানিতে ফেলে হত্যা করেছে।

 

স্থানীয়দের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং দুই শিশুকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত, আহত ১৫

 

শিশুদের চাচা সাকিব শেখ বলেন, ‘রাত ৮টার দিকে সোহাগের ঘর থেকে চিৎকার শুনে ছুটে গিয়ে শান্তার কাছ থেকে জানতে পারি, সোহাগ বাচ্চাদের ডোবায় ফেলে দিয়েছেন। তখন ঘরে সোহাগকে পাওয়া যায়নি। আমি পুকুরে গিয়ে দেখি, দুই শিশু উপুড় হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’

 

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিনথিয়া নূর বলেন, ‘দুই শিশুরই পেটভর্তি পানি ছিল। পানি থেকে তোলার আগেই হয়তো তাদের মৃত্যু হয়েছে।’

 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হুদা খান বলেন, ‘দুই শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সঠিক ঘটনা উদঘাটনে তদন্ত চলছে, পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।’

 

জিজ্ঞাসাবাদের জন্য মালয়েশিয়া ফেরত দিনমজুর সোহাগ শেখকে থানায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন